দপ্তর বিহীন মন্ত্রী

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৩ জুন, ২০১৩, ০৯:৪৪:২২ সকাল



ইদানীং " দপ্তর বিহীন মন্ত্রী " পদটির

প্রতি সাধারণ মানুষের আকর্ষণ ভয়াবহ রকম

ভাবে বেড়ে গেছে। নিচে কিছু আলোচনার

চৌম্বকীয় অংশ তুলে ধরা হল।

............,................................

..........

শিক্ষক ও ছাত্র

শিক্ষক : What's your aim in life?

ছাত্র : I want to be a দপ্তর বিহীন

মন্ত্রী স্যার।

.............................................

..........

দুই বন্ধু

---তুই তো একটা গাধা রে। কোন কাজের ই

না। খালি কথা জানস বড় বড়।

---দোস্ত কিছু মনে কইর না।

ভবিষ্যতে দপ্তর বিহীন মন্ত্রী হওনের

ইচ্ছা আছে তো তার প্রাকটিস লইতাছি।

হে:হে:হে:

.............................................

..........

স্বামী ও স্ত্রী

স্ত্রী : এত বেলা করে ঘুমিয়ে আছ যে।

বাজারে কে যাবে? ভাবসাব দেখে তো মনে হয়

দপ্তর বিহীন মন্ত্রী হইয়া গেছ।

.............................................

..........

দুই চোর

---কাল রাতে পাঁচটা বাড়িতে দাও মাড়ছি।

---বলস কি! ধরা পড়স নাই।

---না। তয় মোর চ্যালা টা ধরা খাইয়া গেছে।

---তুই তো দফতর বিহীন মন্তির লাহান কাজ

কইরা হালাইছস। শাবাশ ব্যাটা কুত্তার বাচ্চা।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File